যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরশেষে এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া আজ দেশে ফিরছেন 

নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা বারের প্রবীন আইনজিবী ,সিলেট নিউজ টাইমস্ এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি, খাজান্সী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ,আওয়ামী লীগ নেতা জনাব মো:আব্দুর রশীদ লাল মিয়া যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ মাস অবস্হান শেষে ১লা জুন আমীরাতের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন ।

দেশে অবস্হান কালীন তার সিলেট জেলাবারের ২নং হলের ৩য় তলার ৩১৫ নাম্বার কক্ষে অবস্হান করে নিয়মিত আইন পেশা চালিয়ে যাবেন বলে তিনির সহকারী সুত্রে জানা গিয়াছে। তিনি এ বৎসর ২০১৮ সালে বাংলাদেশ থেকে সস্ত্রীক পবিত্র হজ্ব পালন করার প্রত্যশায় তালিকাভুক্ত হয়েছেন ।

সময়াভাবে যুক্তরাষ্ট্রের মিশিগানে তিনির পরিচিত বন্ধুগন সহ আত্বীয়স্বজন অনেক কে বলে যেতে পারেন নি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তিনির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *