নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা বারের প্রবীন আইনজিবী ,সিলেট নিউজ টাইমস্ এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি, খাজান্সী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ,আওয়ামী লীগ নেতা জনাব মো:আব্দুর রশীদ লাল মিয়া যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ মাস অবস্হান শেষে ১লা জুন আমীরাতের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন ।
দেশে অবস্হান কালীন তার সিলেট জেলাবারের ২নং হলের ৩য় তলার ৩১৫ নাম্বার কক্ষে অবস্হান করে নিয়মিত আইন পেশা চালিয়ে যাবেন বলে তিনির সহকারী সুত্রে জানা গিয়াছে। তিনি এ বৎসর ২০১৮ সালে বাংলাদেশ থেকে সস্ত্রীক পবিত্র হজ্ব পালন করার প্রত্যশায় তালিকাভুক্ত হয়েছেন ।
সময়াভাবে যুক্তরাষ্ট্রের মিশিগানে তিনির পরিচিত বন্ধুগন সহ আত্বীয়স্বজন অনেক কে বলে যেতে পারেন নি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তিনির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন।