নিউজ ডেস্ক:: রাজধানীতে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ১৪ই জুনের টিকিট শেষ হয়ে গেছে। আজ বুধবার সকালে বাসের টিকিট ক্রয় করতে গিয়ে নির্ধারিত দিনের টিকিট না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বিভিন্ন বাস কাউন্টারে কর্তব্যরত টিকেট বিক্রেতারা জানান, ১৪ই জুনের টিকিটের চাহিদা খুব বেশি।
বাসের সংখ্যার হিসেবে ওই একই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় সবাই টিকিট পাননি বলে তারা জানান। ঈদের ছুটিতে গ্রামে ফিরতে শত শত মানুষ সেহরি খেয়ে গাবতলী বাস টার্মিনালে এসে উত্তরবঙ্গগামী বিভিন্ন বাস কাউন্টারে লাইনে দাঁড়ান।
সকাল ৭টা থেকে টিকিট বিক্রির মাত্র তিন ঘণ্টার মধ্যেই ১৪ই জুনের বাসের টিকিট বিক্রি শেষ হয়ে যায়।
১৪ই জুনের টিকিট না পেয়ে বাধ্য হয়ে অনেককেই ১৩ ও ১৫ জুনের টিকেট কিনতে দেখা গেছে। রাজধানীর তিনটি বাস টার্মিনাল সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল করে থাকে।