এফআইভিডিবির কিশোর ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

এফআইভিডিবি পিসিএসসি প্রকল্পের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এর অর্থায়নে খাদিম বুরজান চা বাগান মাঠে সিলেট সদর বনাম জৈন্তাপুর কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ গতকাল ৩০ মে বিকেলে সম্পন্ন হয়েছে।

খেলায় জৈন্তাপুর উপজেলা সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। পুরস্কারবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবির পরিচালক জাহিদ হোসেন, খাদিম চা বাগানের ম্যানেজার কামরুজ্জামান, চা শ্রমিক ইউনিয়ন সিলেট উত্তর ভ্যালী সভাপতি রাজু গোয়ালা, টিএসসি প্রকল্পের সমন্বয়ক ইকবাল চৌধুরী, তরিকুল ইসলাম, জিল্লুর রহমান জয়, তাসমিয়া তারিফা চৌধুরী, সত্য নারায়ন নাইলু, সৈয়দা ইফফাতান তাঞ্জিন প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *