নিউজ ডেস্ক:: কাতারে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী মাসুক আহমদের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় কাতারের হামাদ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাসুক আহমদ কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুছ সোবহানের ছেলে।
মাসুক আহমদের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মে শুক্রবার বিকেলে কাতারের ছায়লিয়া শহরে মাসুক আহমদ গাড়ি পার্কিং করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার গাড়িতে ধাক্কা দেয়। এতে মাসুক আহমদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। মারাত্মক আহত মাসুক আহমদকে স্থানীয় হামাদ জেনারেল হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। এক সপ্তাহ পর শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
মাসুক আহমদের বোন হাসিনা বেগম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দু’তিনদিনের মধ্যে ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।