টাঙ্গাইলে এক দড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক:: টাঙ্গাইলের ঘাটাইলে এক দড়িতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। শনিবার দিবাগত রাতে উপজেলার বগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বগা গ্রামের নুরু কাজীর ছেলে তারা কাজী (২৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (২৩)।

নিহতের পিতা নুরু কাজী বলেন, আমার ছেলে ও ছেলের বউ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। আমার ছেলের সঙ্গে তার বউয়ের প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই মধ্যে শনিবার আমার ছেলে ও ছেলের বউ ঢাকা থেকে আমাদের বাড়িতে আসে।

রোববার সকালে ফজরের নামাজ পড়তে গিয়ে আমার বাড়ির পশ্চিম পাশের আমগাছে তাদের লাশ ঝুলন্ত অবস্থায় দেখি।

পুলিশ জানায়, এ বছরের মার্চ মাসে তারা কাজীর সঙ্গে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে খাদিজা বেগমের বিয়ে হয়। স্বামী-স্ত্রী দুজনের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। পারিবারিক কলহের কারণেই তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *