সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনকে ভেঙ্গে নতুন কমপ্লেক্স ১ কোটি ১৪ লক্ষ ৫৯ হাজার ৯৬১ টাকা ব্যয়ে নির্মাণের লক্ষ্যে গতকাল ২৬ মে সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মহালদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুরুজ আলী, সাকের আলী, নুরুল ইসলাম, জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, মাওলানা নাঈম উদ্দিন, ইউপি সদস্য মলন আহমদ, মতিউর রহমান রিপন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনু, কবির আহমদ, বদরুল ইসলাম আজাদ, আলী জাকের আহমদ, আব্দুল মছব্বির, নিজাম উদ্দিন, ফাতেমা আক্তার পারুল, সাজেদা বেগম, জবা বেগম। মুরব্বি দিলিপ বাবু, লুৎফুর রহমান, ফখরুল ইসলাম দুলু, জমির আলী প্রমুখ।