নিউজ ডেস্ক:: নোংরা, অপরিচ্ছন্ন ব্যাগের মধ্যে মাংস রাখায় এবং মেয়াদোত্তীর্ণ সস পাওয়ায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সাম্পান রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে সাম্পানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিলেট জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় নোংরা, অপরিচ্ছন্ন ব্যাগের মধ্যে মাংস রাখায় এবং মেয়াদোত্তীর্ণ সস পাওয়ায় সাম্পান রেস্টুরেন্টে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
কমেন্ট