মাদক ব্যবসায়ীদের ককটেল নিক্ষেপে ৫ পুলিশ আহত

নিউজ  ডেস্ক:: পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ সময় ২শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুলাল হোসেন দুলালকে (২৩)আটক করে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনীর মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।
আহত পুলিশ সদস্যরা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা হচ্ছেন, টাউন ইন্সপেক্টর শেখ মতিউর রহমান, কনেস্টবল (৩০২) রকিব উদ্দিন, কনস্টেবল (১১৭২) মিজানুর রহমান, কনস্টেবল (৯১৯) মুশিহার আলী, কনস্টেবল (৫১৪) শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের অরনকোলা দিপু সরকারের পরিত্যক্ত গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি অনলাইনকে জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আলহাজ্ব মোড় এর সামনে মধ্য অরনকোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দুলাল হোসেন দুলাল ওরফে মুচি দুলালকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ঈশ্বরদী আসছিল। এসময় তার সহযোগীরা বিষয়টি জানতে পেরে পৌর এলাকার অরনখোলা রোডে পুলিশের ওপর ককটেল বোমা নিক্ষেপ করে দুলালকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

তখন পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুচি দুলালকে ঈশ্বরদী স্বাস্থ্য কমেপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন আরও জানান, দুলাল কুখ্যাত ও পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *