বানিয়াচং বিএনপি নেতা মধু মিয়া আটক

নিউজ ডেস্ক:: বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মধু মিয়াকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। মঙ্গলবার রাত ১০ টায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। মধু মিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক। তিনি বিথঙ্গল গ্রামের বাসিন্দা।

তবে তাকে কেন আটক করা হয়েছে তাৎক্ষনিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। যদিও অসমর্থিত একটি সূত্র জানায়, ৭১ সালে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলছেনা আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্রের দাবী, মুক্তিযুদ্ধকালীন সময়ে বানিয়াচঙ্গ উপজেলার বিথঙ্গল গ্রামের প্রমোদ রায়, আরাধন সরকার, লক্ষণ সরকার ও আদম আলীকে নির্মম ভাবে হত্যা করে মধু মিয়া ও তার লোকজন। সূত্র আরও জানায়, নিহতদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। এদিকে, ইউপি চেয়ারম্যান মধু মিয়া আটকের বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *