ঝিনাইদহে মাদকের আখড়া উচ্ছেদ

নিউজ ডেস্ক:: ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন বাজারের বিরিক ফিল্ডে মাদকের আখড়া উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘরটির মালিক ছিলেন আলাদি। তিনি বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে এই ঘরটি ভাড়া দিতেন। কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুয়ায়ী কালীগঞ্জ শহরকে মাদক মুক্ত করতে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসাবে আজ নতুন বাজার এলাকায় একটি মাদকের আখড়া ভেঙে দেওয়া হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *