নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোতয়ালী, জালালাবাদসহ সুনামগঞ্জের দিরাই থানায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি,অপহরণসহ সর্বমোট ৯টি মামলার আসামী সিলেটের ‘শীর্ষ সন্ত্রাসী’ সুধাংশুকে গ্রেফতার করেছে র্যাব । পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুধাংসু হাওয়ালদার সুনামগঞ্জ জেলার দিরাই থানার লোলারচর গ্রামের মৃত হরেন্দ্র হাওয়ালদারের পুত্র।
বর্তমানে সে সিলেটের জালালাবাদ থানাধীন কালিবাড়ীতে (মন্টু বাবুর ভাড়াটিয়া) বসবাস করে আসছিলো। র্যাব সুত্রে জানা গেছে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এসএমপির জালালাবাদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কালিবাড়ি এলাকা থেকে সুধাংশুকে গ্রেফতার করা হয়। র্যাব সুত্র আরো জানায়, সে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। গ্রেফতার এড়ানো জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার দিরাই থানা হস্তান্তর করা হয়েছে।