বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদিরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাইস্থ ডিভিশন-১ এর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এক ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মির্জা মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার।
মাওলানা আসাদ উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিটার রিডার ও বিল বিতরণকারীদের পক্ষে হাসিবুল হোসেন হাসিব ও জামাল উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী নূরে মোহাম্মদ সরকার, উপ সহকারী প্রকৌশলী মো. নুরুল্লাহ মিয়া, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জুবের খান, ডিভিশন-১ এর শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লাইনম্যান শফিকুল ইসলাম বাচ্চু, সাবেক সিবিএ সভাপতি লাইনম্যান মো. শুকুর আহমদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. নুরুল আমিন, সিলেট-সুনামগঞ্জ শাখার সভাপতি হাজী মো. বাবুল মিয়া, সহকারী হিসাব রক্ষক তাজ উদ্দিন আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মন্নান, আব্দুল মালিক, সিদ্দিক মিয়া, বাচ্চু মিয়া, খোকন মিয়া, শ্যামল মালাকার, সুমন দাশ, সুমন আহমদ, বাবুল বক্স, রোশন আলী, মিজানুর রহমান, জুনু মিয়া, সুখন ও রাকু প্রমুখ। অনুষ্ঠানে ডিভিশন-১ এর নবাগত নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারকে ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।