সিলেট সরকারি কলেজের সামন থেকে অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৮০ পিচ ইয়াবা ও ১০২ পুরিয়া গাজা এবং মাদক বিক্রির নগদ ৮৫৮০ টাকাসহ তাদেরকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতারা হলো, সিলেট সরকারি কলেজের সামনের সুইপার পট্ট্রির মদন ঝাড়ুদারের ছেলে রোকন ঝাড়ুদার, মেজরটিলা সৈয়দপুর এলাকার কামাল মিয়ার ছেলে উজ্জল। রোববার (২০ মে) বেলা ১ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট শাহপরান থানার ভারপ্রপ্ত কর্মকর্তা আখতার হোসেনের নির্দেশে অভিযান পরিচালনা করেন সিলেট শাহপরান থানার এসআই হেলাল ও এসআই রিপটন পুরকায়স্হ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, রোকন সিলেট সরকারি কলেজের সামনে দীর্ঘদিন থেকে ইয়াবা, গাজা ও মদের ব্যবসা করে আসছিল।