নিউজ ডেস্ক:: গোলাপগঞ্জ থেকে একটি পালসার মোটরসাইকেল ১৩৫সিসি (সিলেট ল ১১-৮৬৬৪) চুরি করে পালানোর সময় ৩ জনকে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ।
আটককৃতরা হলো- গোলাপগঞ্জ থানার উত্তর কানিশাইলের শানু মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম সহিদ (২২), টিকরবাড়ীর মল্লিক মিয়ার ছেলে এমরান আহমদ নাবিল (২০) ও উত্তর কানিশাইলের আব্দুশ শুকুর উদ্দিনের রুবেল আহমদ (২২)।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোলাপগঞ্জ থেকে মোটরসাইকেল ১৩৫সিসি চুরি করে সিলেট শহারে যাচ্ছিল ৩ যুবক। বেতারে খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ শ্রীরামপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করে।
তিনি আরো জানান, মোগলাবাজার থানায় ডায়রীভুক্ত করে চোরাই মোটর সাইকেলসহ আসামীদের গোলাপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোলাপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।