সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব প্রতিটি ঘরে ঘরে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পরিবর্তনের লক্ষ্যে তরুণের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিবের বিকল্প নেই। তিনি নৌকার বিজয় নিশ্চিত করে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতা বসাতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি রবিবার (২০ মে) বিকেলে দক্ষিণ সুরমার উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে বিশিষ্ট কমিউনিটি নেতা নুরুল ইসলামের আয়োজনে ও মোল্লারগাঁও ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকত আলীর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা মোঃ আলতাফ হোসেন ও শাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ আলী, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিফতাউল হোসেন সুইটি, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি।
বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনে আওয়ামীলীগের মনোনয় প্রত্যাশী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস ছালাম, জেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোয়ার হুসেন মনু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মোল্লারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহীন আলী, সিলেট ল‘ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল ইসলাম তালুকদার, সামীম উসমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, ইউনিয়ন যুবলীগ নেতা শাহীন আহমদ, ছাত্রলীগ নেতা অলিদ মোঃ সানী, শাহীন আহমদ, ফাহিম আহমদ, সুমন আহমদ, রাজু আহমদ, নাঈম ইসলাম, আলম আহমদ, নিয়াজুল ইসলাম, জাকির হুসেন, নওসেদ আহমদ, মিনাহজ সহ মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ তৃণমূল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।