নিউজ ডেস্ক:: গোপালগঞ্জের কাশিয়ানীতে জাল টাকা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-রাজশাহীর বেলাবো থানার জামিরা গ্রামের আবুল হোসেন সোনার ছেলে অহেদুজ্জামান রঞ্জু (৩৫) ও তার স্ত্রী কাশিয়ানী উপজেলার ভাদুরিয়া গ্রামের আকরাম মোল্যার মেয়ে মনিরা বেগম (২২)।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই গ্রামের আকরাম মোল্যার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ওই বাড়িতে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজা ও ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
কমেন্ট