কানাইঘাট থানার ওসি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ র্নিবাচিত

নিউজ ডেস্ক:: কানাইঘাট থানার অফিসার ইনর্চাজ মো. আব্দুল আহাদ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে র্নিবাচিত হয়েছেন। গত বুধবার সকাল ১১ টায় সিলেট রিকাবী বাজার পুলিশ লাইনস্থ এসপিএম সামছুল হক মিলনায়তনে এক অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেষ্ট তুলে দেন সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড. বসুনিয়া, মো. মাহবুবুল আলম, মোস্তাক সরকার, রাশেদ সহ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এ ছাড়াও সিলেটের প্রতিটি উপজেলার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গণ উপস্থিত ছিলেন। কানাইঘাটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদক, অস্ত্র উদ্ধার, আন্তঃ জেলা ডাকাত সদস্য সহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে বিশেষ অবদান রাখায় তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে। এ ব্যাপারে ওসি মোঃ আব্দুল আহাদ জানান এ অবদান শুধু তার একা নয়, থানার প্রত্যেক পুলিশ সদস্যদের ভুমিকা অপরিসীম। তাই এ উপহারটি তিনি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের উৎসর্গ করেছেন বলে জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *