নিউজ ডেস্ক:: কানাইঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ী প্রতিষ্টানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কানাইঘাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা পবিত্র রমজানকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইনে কানাইঘাট বাজরের ব্যবসায়ী রাসেল আহমদকে ৩ হাজার, আব্দুল কাদিরকে ২ হাজার ও পুর্ব বাজার ব্যবসায়ী রহিম উদ্দিনকে বিএসটিআই আইনে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
রমজানে ভেজাল মুক্ত পণ্য সরবরাহ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে মুলত এ অভিযান উপজেলা ব্যাপী চলছে। অপরদিকে একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুসি কান্ত হাজং কানাইঘাট বাজারের যানজট নিরসনে এক অভিযান পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করেছেন। এবং সকল গাড়ি চালকদের যত্রতত্র বাজারে গাড়ি পার্কিং না করার নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপরে তিনি জানান প্রাথমিক ভাবে তাদেরকে বুঝিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ফুটপাত দখল ব্যবসা ও যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।