আব্দুল জব্বার বড়ভুঁইয়ার লাশ মিলল সুরমা নদী

সিলেট নগরীর শেখঘাট থেকে নিখোঁজ আব্দুল জব্বার বড়ভুঁইয়ার লাশ সুরমা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় সুরমা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।

আব্দুল জব্বার শেখঘাটের সওদাগরটুলা এলাকার মৃত ডা. সাজিদ আলী বড়ভুঁইয়ার ছেলে।

জানা যায়, গত রবিবার ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হন আব্দুল জব্বার বড়ভুঁইয়া। কিন্তু এরপর তিনি আর বাসায় ফিরেননি। পরে তার বড় ভাই আব্দুর রাজ্জাক বড়ভুঁইয়া কোতোয়ালী থানায় জিডি করেন।

নগরীর জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে টুকেরবাজার দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হয়।

মঙ্গলবার বাদ এশা হযরত শাহজালাল র. দরগা মসজিদে জানাজা শেষে তার দাফন করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *