নিউজ ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তিনি গাছ থেকে আম পাড়তে গিয়েছিলেন। নিহত যুবকের নাম জীবন মিয়া (৩০)।
জীবন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারকু মিয়ার ছেলে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ বিজিপি ক্যাম্পের পার্শ্ববর্তী একটি গেস্ট হাউজে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন গেস্ট হাউজের ছাদে উঠে লোহার পাইপ দিয়ে গাছ থেকে আম পাড়ছিলেন।
এ সময় আম গাছের সামনে থাকা বিদ্যুতের লাইনে পাইপ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কমেন্ট