ভারতে ধুলোঝড় ও বজ্রপাতে নিহত কমপক্ষে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক:: এক রাতেই ধুলোঝড় ও বজ্রপাতে ভারতে নিহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন। রোববার দিবাগত রাতে চারটি রাজ্যের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। এ সময় প্রচ- বাতাসে উপড়ে পড়ে শত শত গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এর ফলে অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে থাকে বহু এলাকা। উত্তর প্রদেশেই নিহত হয়েছেন ১৮ জন।

ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত এই রাজ্যটিতে এবার প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঝড় ও বজ্রবৃষ্টি প্রচ- রকমভাবে হানা দিচ্ছে। পশ্চিমবঙ্গে চারটি শিশু সহ ১২ জন নিহত হয়েছে। অরুণাচল প্রদেশে নিহত হয়েছেন ৯ জন। আর রাজধানী দিল্লিতে নিহত হয়েছেন চারজন। এর আগে ৩রা মে প্রচ- ধুলোঝড় ও বজ্রপাতে ভারতজুড়ে নিহত হন কমপক্ষে ১২৫ জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *