নিউজ ডেস্ক:: সিলেট নগরীর কাজিটুলার কারী রেষ্টুরেন্টের সম্মুখ থেকে প্রকাশ্যে মোবাইলে অ্যাপস ব্যবহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলাকে কেন্দ্র করে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- শাহপরান থানার ছড়ারপাড় লাল সাইংলীর আব্দুস সামাদের ছেলে সবুজ আহমদ (২৯), কুলাউড়া থানার ভেজাবন গ্রামের মৃত আছকর আলী ছেলে ও বর্তমানে এয়ারপোর্ট থানার ইলেকট্রিক সাপ্লাই এর বাসিন্দা সেলিশ (৩০), নগরীর মীরবক্সটুলার মোসলেম মিয়ার ছেলে রাফি (২০), বানিয়াচয় থানার দৌলতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও বর্তমানে মীরবক্সটুলার বাসিন্দা মিলন আহমদ (২২) এবং জৈন্তাপুরের দিঘীরপাড়ের নজরুল ইসলামের ছেলে ও বর্তমানে কাজীটুলা লোহারপাড়ার বাসিন্দা মোজাহিদ (৩০)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানিয়ে বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।