নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জের সদর থানার সোনাপুর বাজার থেকে ৬ কেজি গাঁজাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হল বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আব্দুর জব্বারের পুত্র জুনায়েদ আহম্মেদ (২০) ও সুনামগঞ্জ সদর থানার লালপুর গ্রামের মো. মানিক মিয়ার পুত্র মো. জুয়েল রানা (২০)।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানার সোনাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবত যুব সমাজের নিকট গাঁজা বিক্রয় করছিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট