সিলেট নগরীর শেখঘাট থেকে ষাটোর্দ্ধ এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রোববার সকালে ফজরের নামাজ পড়তে বের হয়ে বাসায় ফেরেননি তিনি। নিখোঁজ বৃদ্ধ আব্দুল জব্বার বড় ভূঁইয়া নগরীর মঈনুন্নেছা স্কুল রোড, সওদাগরটুলা এলাকার শুভেচ্ছা ৬৭ নং বাসার
মৃত ডা. সাজিদ আলী বড় ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই ভাই মো. আব্দুর রাজ্জাক বড় ভূঁইয়া পরে কোতোয়ালি মডেল থানায় একটি জিডি (নং ৮৭৮, ১৩ মে ২০১৮) করেছেন।
এতে উল্লেখ করা হয় আব্দুল জব্বার প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে বের হন। পরে দির্ঘ সময় ধরে বাসায় না ফেরায় স্বজনরা আত্মীয়দের বাসায় খোঁজ নেন।
কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আব্দুল জব্বারের খোঁজ পাওয়া গেলে ০১৭৪৬-০৪৭২২১ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজনরা।
কমেন্ট