পর্নোগ্রাফি মামলায় আব্দুস সালাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে বিশ্বনাথ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সালাম বিশ্বনাথ পুরাণগাও কোনাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বছর খানেক আগে স্থানীয় এক নারীর ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলা হয়। এ ঘটনায় ইমরান হোসেন বাবুল বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় পর্ণোগ্রাফী আইনে মামলা দায়ের করেন।
এ মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দীর্ঘ এক বছর পর মামলার প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমেন্ট