নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ এর নেটওয়ার্ক প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লাউঞ্জিং প্যাড থেকে বঙ্গব্ন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের পর যখন কক্ষ পথে পৌছায় এর ৪০ মিনিট পরই সংকেত পায় ইটালি, কান এবং গাজীপুরে স্হাপিত গ্রাউন্ড স্টেশন।
স্যাটেলাইটটি তার নিজস্ব কক্ষপথে অর্থাৎ ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছাতে আরো ৭/৮ দিন সময় লাগবে এবং গ্রাউন্ড স্টেশনে পুরোদমে কাজ শুরু করতে আরো তিন মাস সময় লাগবে।
স্যাটেলাইটি সচল আছে এবং এখন পর্যন্ত এর কোন সমস্যা দেখা যায়নি। ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি তার নির্ধারিত স্হানে পৌঁছবে।
কমেন্ট