স্পোর্টস ডেস্ক:: রক্ষণভাগের অতন্দ্র প্রহরী তিনি। ইনজুরিতে পড়ায় ভড়কে গিয়েছিল ব্রাজিল। আসন্ন ফুটবলের বিশ্ব মঞ্চের লড়াইয়ে শেষ পর্যন্ত এ রক্ষণসেনাকে পাওয়া যাবে তো?
অবশেষে সুসংবাদ পেলেন সেলেকাওরা। দানি আলভেজের চোটটা গুরুতর নয়। বিশ্বকাপের দলে তাকে পাওয়া যাবে। তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গেল মঙ্গলবার ফ্রেঞ্চকাপের ফাইনালে ডান হাঁটুতে চোট পান আলভেজ। এতে তাকে ছুরি-কাঁচির নিচে যেতে হতে পারে বলে শঙ্কা দেখা দেয়।
তবে ৩৫ বছর বয়সী এ ব্রাজিলিয়ানের মুখপাত্র জানালেন, অস্ত্রোপচারের দরকার নেই। বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবে সে।
বিবিসি জানিয়েছে, তিনি সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এ সময়ে ফ্রেঞ্চ লিগের শেষ দুই ম্যাচ মিস করবেন তিনি। তবে ১৪ জুন রাশিয়ায় শুরু হওয়া বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ফিট আলভেজকেই পাবে।