নিউজ ডেস্ক:: ফেঞ্জুগঞ্জে ট্রেনের ধাক্কায় নাইম ( ১৮) নামে যুবকের করুণ মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে ফেঞ্জুগঞ্জ কুশিয়ারা রেলওয়ে ব্রীজের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষ দশী সুত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে সিলেট অভিমুখী জালালাবাদ ট্রেনের ধাক্কায় মস্তিক বিকৃত যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত নাইমের বাড়ী ফেঞ্জুগঞ্জ উপজেলার নুরপুর ( নওয়াগাওঁ) গ্রামে। সে মৃত গফুর আলীর পুত্র।
মাইজগাওঁ স্টেশন মাস্টার হরিপদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের প্রচন্ড ধাক্কায় যুবকের মাথার খুলি বেরিয়ে যায়। হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকার নব নির্বাচিত ইউপি সদস্য নজরুল ইসলাম জানিয়েছেন, যুবক নাইম দীর্ঘ আড়াই বছর ধরে মস্তিস্ক বিকৃত অবস্থায় ছিল।
কমেন্ট