নিজস্ব প্রতিনিধি::সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে গাঁজাসহ মো. মনির হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে উপজেলার ভাতেরটেক গ্রামের মৃত আ. রহিমের পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধনপুর বাজার থেকে ২ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ মো. মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, উক্ত আসামি দীর্ঘদিন যাবৎ যুব সমাজের নিকট গাঁজা বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছিল। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট