নিউজ ডেস্ক:: কানাইঘাটে চাচার চাকুর কোপে ভাতিজা শাহেল আহমদ হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী সিবানা বেগম বাদী হয়ে ঘাতক চাচা কুতুব আলী সহ ১০জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন, থানার মামলা নং- ১২, তাং- ১০/০৫/২০১৮ইং। এ ঘটনায় পুলিশ নিহতের চাচী আসমা বেগম ও ঘাতক চাচা কুতুব আলীর শ্যালক কালাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাত ৯টায় উপজেলার সাতবাঁক ইউপির জুলাই পীরনগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে শাহেল আহমদ চাচার ধারলো চাকুর কোপে নিহত হয়।
কমেন্ট