সিলেট নগরীর আখালিয়া এলাকায় বেদখল হয়ে যাওয়া সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন জমির অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সিলেট -সুনামগঞ্জ সড়কের পাশের আখালিয়া ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
আখালিয়া তপোবন আবাসিক এলাকার সামনে থেকে শুরু করে আখালিয়া ঘাট ও সিলেট-সুনামঞ্জ সড়ক সংলগ্ন ফুটপাতে বিপুল সংখ্যক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এজন্য বুধবার আখালিয়া এলাকায় উচ্ছেদ অভিযান চালান সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজাম মুনিরা।
আখালিয়া ঘাটস্থ সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় শতাধিক মানুষ জড়ো হন। তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
কমেন্ট