স্পোর্টস ডেস্ক:: পুরো ম্যাচেই রোমাঞ্চ ছড়িয়েছে, আগুন ঝরেছে। শেষ পর্যন্ত উত্তেজনায় ঠাসা ‘এল ক্লাসিকো’ ২-২ গোলে ড্র হয়েছে। এমন ম্যাচে চোট পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্বাভাবিকভাবেই রিয়াল–সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
তবে এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন কোচ জিনেদিন জিদান। তার বিশ্বাস, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পুরোপুরি ফিট সিআর সেভেনকেই পাওয়া যাবে।
শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনার রেণু ছড়ানো ম্যাচে ১০ মিনিটে লুইস সুয়ারেজের গোলে লিড পায় বার্সেলোনা। ৪ মিনিট পরেই রিয়ালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অঘটনটি ঘটে তখনই। গোল করার সময় পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। অবশ্য ব্যথা নিয়েই প্রথমার্ধ পুরোটা খেলেন গ্যালাকটিকোদের আক্রমণের এ মূল অস্ত্র।
তবে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি রোনাল্ডো। সাইড বেঞ্চে বসেই খেলা দেখেন তিনি। তাতেই সমর্থকদের মনে শঙ্কা জাগে, শেষ পর্যন্ত মর্যাদার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে পাওয়া যাবে তো?
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতে জিদান যা বলেন, তাতে শঙ্কার মেঘ আরও ঘনীভূত হয়। রিয়াল কোচ বলেন, তার সুস্থ হতে ঠিক কত দিন লাগবে, তা আমি এখনও জানি না। তবে ওর ওপরই নির্ভর করছে সব কিছু।
খানিক বাদেই অভয় বাণী শোনান জিদান। ফরাসি কিংবদন্তি বলেন, ভয়ের কিছু নেই। রোনাল্ডো নিজের মতো করেই ফিরবে। এমন চোট থেকে সেরে ওঠা তার মামুলি ব্যাপার।
তবু কোনো, কিন্তু থেকে যাচ্ছে। সবশেষে এ ফুটবল মষ্তিস্ক জানান, চিকিৎসকদের রিপোর্ট হাতে পাওয়ার পরই রোনাল্ডোর চোটের বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি যত দূর দেখেছি, ওর পায়ের গোড়ালিতে চোট লেগেছে। এ ব্যাপারে সে নিজেও খুব একটা বিচলিত নয়।
ইতিমধে্য লা লিগার স্বপ্ন বিসর্জন দিয়েছে রিয়াল। এখন তীর্থের কাকের মতো চেয়ে আছে চ্যাম্পিয়নস লিগ শিরোপার দিকে। সে লক্ষ্যে ঠিক পথেই এগোচ্ছে জিদান বাহিনী। আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনালি লড়াইয়ে লিভারপুলের মুখোমুখি হবে তারা। সেই মহারণে পরিষ্কার ফেভারিট লস ব্লাঙ্কোজরা।
ধারণা করা হচ্ছে, সেই শিরোপা নির্ধারণী ম্যাচে স্বরূপে ফিরবেন পর্তুগিজ যুবরাজ। দলকে জেতাবেন টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ভক্ত-সমর্থকদের আপাতত এটিই চাওয়া।