নিউজ ডেস্ক:: হবিগঞ্জ জেলা কারাগারে মোঃ আবদুল হক (৩৫) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৬টায় তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে জেল কর্তৃপক্ষ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করেন। আবদুল হক বাহুবল উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।
জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, ১০১৭ সালে তার স্ত্রীর দায়ের করা একটি মামলায় আব্দুল হককে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত। এর পর থেকেই সে কারাগারে রয়েছে। বিকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট