নিজস্ব প্রতিবেদক:: সিলেটের প্রাণকেন্দ্র কাজিরবাজার সেতুর উত্তর প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
শিক্ষার্থীদের এমন সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম বলেন, আমাদের ছাত্রীরা তাদের মেধার প্রয়োগ ঘটিয়ে এমন ফলাফল অর্জন করেছে। সেই সাথে তিনি শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা করেন যারা অত্যান্ত দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠ দান করিয়ে তাদেরকে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলেছেন। তিনি অভিভাবকদের আন্তরিকতারও ভূয়সী প্রশংসা করেন যারা তাদের মেয়েদেরকে পড়াশোনায় সহযোগিতা করেছেন ভালো ফলাফলের জন্য।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নফিজা মোবারক বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সমন্বিত প্রচেষ্ঠার ফল। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
উল্লেখ্য যে, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ১১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১০১ জন শিক্ষার্থী পাশ করে। পাশের হার ৮৮.৬০ এবং ৮ জন শিক্ষার্থী এ+ পেয়েছে।