নিউজ ডেস্ক:: ভোলায় ১৭৪৪ পিছ ইয়াবাসহ নুর আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে জেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নুর আলম চট্রগাম পাহারতলীর মৃত কালু মিয়ার ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকা অভিযান চালায়। এ সময় লঞ্চ যাত্রী নুর আলমকে সন্দেহজনক আটকের পর তাকে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ১৭৪৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
কমেন্ট