জুন্নুরাইন কদর তাজিম স্কলার্স হোম শাহি ঈদগাহ ক্যাম্পাস থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পেয়েছে। সে বড়ো হয়ে প্রকৌশলী হতে চায়।
তাজিমের একমাত্র বোন এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী। তার পিতা সাংবাদিক-লেখক সেলিম আউয়াল এবং মাতা স্কুল শিক্ষিকা আফিয়া সুলতানা। তাদের গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজগিপুর মোল্লাবাড়ি। তার দাদা মরহুম মো. আবদুল ওয়াহিদ ও নানা আবদুল মোছাউয়ির আনসারি। তাজিমের প্রধান শখ বই পড়া।
কমেন্ট