ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুর আর নেই। (ইন্নালিল্লাহি…… রাজিউন)। ৪৫ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
আজ বুধবার (২ মে) সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
ইকবাল মনসুর এক সুপরিচিত আলোকচিত্রী ছিলেন। তার ক্যামেরায় তোলা অনেক ছবি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
ইকবাল মনসুরের জানাজার নামাজ আজ বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হবে।
কমেন্ট