ফটো সাংবাদিক ইকবাল মনসুরের ইন্তেকালে সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের শোক

সিনিয়র ফটো সাংবাদিক ও ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি এবং দৈনিক শ্যামল সিলেট’র প্রধান আলোকচিত্রি ইকবাল মনসুর আর নেই। বুধবার (২রা মে ২০১৮) সকাল ১০টা ২০ মিনিটে নগরীর কানিশাইলস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে দূরারোগ্যে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী,একমাত্র কন্যা, মা, ৩ বোন-সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট জেলা প্রেসক্লাব সম্মূখে সাংবাদিকরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান এবং বাদ নামাজে আছর নগরীর ভাতালিয়া জামে মসজিদ প্রঙ্গনে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন ।

সিনিয়র ফটো সাংবাদিক ইকবাল মনসুরের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুলতান সুমন,দপ্তর সম্পাদক এম এ রউফ, প্রচার সম্পাদক রমজান আহমদ, কোষাধক্য বাপ্পি চৌধুরী, নিজামুল হক লিটন,শাহরিয়ার চৌধুরী সাব্বির,নোমান আহমদ নাজিম উদ্দিন,আহমেদ সাকিল সদস্য প্রমুখ। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *