ছাত্রলীগ নেতা শামীমের ওপর হামলার প্রতিবাদের নগরীতে বিক্ষোভ মিছিল

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শামীম আহমদের ওপর ছাত্রদল ক্যাডারদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল এলাকায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট ল’ কলেজের ছাত্র সংসদের এজিএস রেজানুর রহমান সেলিম। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসর আজিজ, সিলেট সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস ও আওয়ামী নেতা ফারুক আহমদ।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুক আহমদের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট বনশ্রী দাস অপু, ছাত্রলীগ নেতা রুমেল আহমদ, ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি তজম্মুল হোসেন, ছাত্রলীগ নেতা বিপ্লব দাস, সাজু আহমদ, খোকন মিয়া, রামানন্দ সিংহ, মুন্না, শাহরিয়ার, হারাধন দাস, রজব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *