নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জে শহরের বিজিবি গেইট সংলগ্ন সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছে শহরের পরিচিত মুখ কলেজ ছাত্রলীগ নেতা রুহুল আমিন হৃদয়।
সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় পৌর শহরের শান্তিবাগ এলাকার শাহ জামালের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, হৃদয় মোটর সাইকেল চালিয়ে ওয়েজখালির দিকে যাচ্ছিল। তখন বৃষ্টি ছিল। রাস্তাঘাট ছিল পিচ্ছিল ও ফাঁকা। এসময় সরকারি এক কর্মকর্তার গাড়ির সঙ্গে হৃদয়ের মোটর সাইকেলটি ধাক্কা লাগলে সে রাস্তায় ছিটকে পড়ে মাথা ও বুকে আঘাত পায়। ভিজে সড়ক হৃদয়ের রক্তে ভেসে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সন্ধ্যায় ছাত্রলীগ নেতৃবৃন্দ শহরের সুধীজন ও সাংবাদিকদের নিয়ে ওই সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করলে তার গাড়ির বাম্পার ক্ষতিগ্রস্ত দেখা যায়।