নিউজ ডেস্ক:: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রাম থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনকর্মীরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ওই গ্রামে গিয়ে মৃত হাতিটি উদ্ধার করেন বনকর্মীরা।
বন বিভাগের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের বিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত সড়কের দক্ষিণে গান্ধিগাঁও বনরানী রেস্ট হাউজের ২৫/৩০ গজ দূরে একটি খোলা মাঠে বন্যহাতিটির মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাদের জানায়। এটি একটি মর্দা (পুরুষ) হাতি। বয়স আনুমানিক ৭/৮ বছর হবে। হাতিটির ডান কানের নিচে বেশ কিছুদিনের পুরানা একটি আঘাতের ক্ষত পাওয়া গেছে। সেই ক্ষতের কারণে অসুস্থতায় হাতিটির মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, এ মৌসুমে বন্যহাতির মৃতদেহ উদ্ধারের ঘটনা এটিই প্রথম। ভারত সীমান্তের ভেতর থেকে বন্যহাতিটি আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থতায় গজনীর বনাঞ্চলে প্রবেশ করেছিলো। ক্ষতটি প্রায় দুই/আড়াই মাসের পুরানা হবে। জিহ্বায়ও ঘা দেখা গেছে। এছাড়া হাতিটির দাঁতগুলো সম্ভবত ইতোপূর্বে কেটে নেয়া হয়েছে।