নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী (১৮)কে ধর্ষণের অভিযোগে পুলিশ এক সন্তানের জনক আল আমিন (২৮)কে গ্রেফতার করেছে। রোববার দিবাগত রাতে উপজেলা মথুরকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার বরকাপনা গ্রামের আহাদ আলীর ছেলে আল আমিন গত রোববার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডলুরা গ্রামের তরুণীকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা সোমবার থানায় মামলা দায়ের করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস জানান, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে মথুরকান্দি এলাকা থেকে আসামি আল-আমিনকে গ্রেফতার করা হয়।
কমেন্ট