শ্রমিক জামরুল ইসলামের উপর মিথ্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন আগামী ৩ মে

সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির উদ্যোগে শ্রমিক জামরুল ইসলাম লিটনের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ৩ মে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বিশেষ অতিথি থাকবেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু ও সিনিয়র সহ সভাপতি মুন্নী ইসলাম তালুকদার, বক্তব্য রাখবেন, জনস্বার্থ সংরক্ষণ পরিষদ মহানগর কমিটির সভাপতি আলাউদ্দিন সওদাগর প্রমুখ।

এতে সংশ্লিষ্ট সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সকল সদস্য ও নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি আব্দুল লতিফ তাপাদার ও সম্পাদক নুরুজ্জামান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *