নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মো. আক্তার হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে সদর উপজেলার চিনাউড়া গ্রামের রজব আলীর পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯, সিপিসি ৩ সুনামগঞ্জের ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ-এর নেতৃত্বে সদর থানায় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কাঠইর গ্রামস্থ দিরাই রোড থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ মো. আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।
কমেন্ট