নিউজ ডেস্ক:: সাবেক স্পীকার ও কূটনীতিক, সিলেটের কৃতি সন্তান মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরষ্কার (মরণোত্তর) ২০১৮ লাভ করায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মরণোত্তর সংবর্ধনা প্রদান করেছে।
শনিবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
তিনি তার বক্তব্যে বলেন, সিলেট দিন দিন অভিভাবকশূন্য হয়ে পড়ছে। ঢাকায় গেলে এখনি আমরা এ শূন্যতা অনুভব করি। এজন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে আমরা ভবিষ্যতে আরো বড় দায়িত্বে দেখতে চাই।
এ সময় সভামঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমানকে মুচকি হাসতে দেখা যায়। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানাননি।