বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু সহ সকল রাজবন্ধীদের মুক্তির দাবীতে রবিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
মিছিলটি নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি’র যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা এ জে সুহেল, আলী আকবর খান, ফুয়াদুর রহমান কামালী, ইফতি আহমদ সুমিম, সাহেদ আহমদ, জায়েদ আহমদ, সালেক আহমদ, তারাব আলী লিটন, রাসেল আহদ খান, সুমন জালালী, আব্দুলাহ আল মামুন, আজিজ খান সজিব, ফারুক আহমদ, বাইন উদ্দিন, দিলোয়ার হোসেন, সাকিল মিয়া, হৃদয় আহদ হাবিব, শাহিন আহমদ, ছয়ফুল হক, জামাল উদ্দিন, সাদ্দাম হোসেন, আশিকুর রহমান আশিক, জসিম উদ্দিন, মোস্তাক আহমদ, জহিরুলি ইসলাম হৃদয়, সাহেদ চৌধুরী, আনোয়ার, রুবেল আহমদ, জালাল মিয়া, রিপন আহমদ, শেখ শরিফ আহমদ, মোহাম্মদ মোস্তাকিন আলম, হেলাল আহমদ, জীবন আহমদ, মঞ্জুল ইসলাম, সেলিম আহদম, সুমন আহমদ, ওয়াহিদ আহমদ, আনসার আহমদ, তারেক মনোয়ার, আল আমিন, কদম আলী, রুবেল আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে শেখ হাসিনার আরেকটি একতরফা নির্বাচনের খায়েশ কোনদিনই পুরণ হবেনা। পৃথিবীর কোন স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, সুতরাং জনতার আদালতে শেখ হাসিনার বিচারের অপেক্ষায় দেশবাসী। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মজলুম জননেতা তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। পাশাপাশি স্বেচ্ছাসেবকদলের বিপ্লবী সভাপতি শফিউল বারী বাবু’র নিঃশর্ত মুক্তি দাবি করেন।