শিলং তীর এর সরঞ্জামাদি সহ ৪ জন আটক

সিলেট নগরী থেকে শিলং তীর এর সরঞ্জামাদি সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সাদেক কাউসার দস্তগীর, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ অত্র কোতোয়ালি মডেল থানাধীন সুরমা মার্কেট এবং তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে।

আসামীরা হলো ১। মোঃ স্বপন চৌধুরী(২২), পিতা-আনোয়ার চৌধুরী, বাসা নং-৭৯, ইঙ্গুলাল রোড, থানা-কোতোয়ালি, জেলা-সিলেট, ২। মামুন আহমদ(২০), পিতা-হেলাল আহমদ, সাং-বুড়াঙ্গা, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ৩। ছৈইল মিয়া (৫৫), পিতা-মৃত আঃ গনি, সাং-মহলদিক, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৪। মোঃ পারভেজ(২০), পিতা-রশিদ মিয়া, সাং-খাদিমপাড়া, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেটদের গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে তীর শিলং খেলার সরঞ্জামাদীসহ ৫০০০/- টাকা উদ্ধার করা হয়।

উল্লেখিত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএমপির অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *