আইন শিক্ষা গ্রহণের প্রতি আন্তরিক হওয়ার পরামর্শদেন:বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

অদ্য ২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকার সময় সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী সর্বজনাব এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরী, এডভোকেট সামছুল ইসলাম চৌধুরী ও এডভোকেট মোঃ অহিদ আলী মহোদয়গণের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, ‘আইনপেশা একটি অনিশ্চিত পেশা হলেও সততা, মেধা, যোগ্যতা ও পরিশ্রমের সাথে তাহা গ্রহণ করা গেলে প্রখ্যাত সিনিয়র আইনজীবীদের মত তাহারা নিজেকে তৈরী করতে পারবেন। সেই অনুযায়ী কাজ করার জন্য নবীন আইনজীবীদেরকে পরামর্শ দেন। আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সমিতির ২ নম্বর বার হলে আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে । প্রধান অতিথি বলেন, ‘আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, যোগ দেয়ার পর অর্থের পেছনে না ছুটে কাজ শেখার পেছনে ছুটবেন। যারা সিনিয়র ও অভিজ্ঞ আছেন, তাদের উচিত নবীনদের পরামর্শ দিয়ে ঋদ্ধ করা।’ খিজির আহমেদ চৌধুরী আরো বলেন, ‘আইন পেশায় অর্থের বিষয়টি অনিশ্চিত হলেও এটি খুবই মহৎ একটি পেশা। আমরা যারা আইন পেশায় আছি, তাদেরকে এ পেশার সম্মান রক্ষায় সচেষ্ট থাকতে হবে। সমাজের কল্যাণে ও সুষ্ঠু সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আইনী সহায়তা পাওয়ার জন্য আমাদের কাছে অনেক গরীব মানুষ আসেন। তাদেরকে যথাসম্ভব সাহায্য করতে হবে।’ সিলেট জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা’র সভাপতিত্বে ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সঞ্চালন করেন সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার, সিলেট মহানগর দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞা।
সংবর্ধিত অতিথিরা হলেন এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরী, এডভোকেট সামছুল ইসলাম চৌধুরী, এডভোকেট মো. অহিদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার ও মহানগর দায়রা জজ মোঃ মফিজুর রহমান ভ‚ঞা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সিনিয়র এডভোকেট মুফতি মাওলানা মোঃ আব্দুর রহমান চৌধুরী। প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোছাঃ রাহিমা খানম রীমা। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সংবর্ধিত প্রথিতযশা বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহ-সম্পাদক এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা। এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহ-সম্পাদক এডভোকেট মোঃ হেদায়েত হোসেন তানবীর। এডভোকেট সামছুল ইসলাম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহ-সম্পাদক এডভোকেট ইমরান আহমদ ও এডভোকেট মোঃ অহিদ আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট বাবু পান্না লাল দাস।

সুবর্ণজয়ন্তী পালনকারী চারজন বিজ্ঞ সদস্য সর্বজনাব এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরী, এডভোকেট সামছুল ইসলাম চৌধুরী ও এডভোকেট মোঃ অহিদ আলী মহোদয়গণের উদ্দেশ্যে শ্রদ্ধাস্মারক পাঠ করেন সমিতির সম্মানীত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ। সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরী, এডভোকেট সামছুল ইসলাম চৌধুরী ও এডভোকেট মোঃ অহিদ আলীকে সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাস্মারক তুলে দেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরী। সুবর্ণ জয়ন্তী পালনকারী এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরী, এডভোকেট সামছুল ইসলাম চৌধুরী ও এডভোকেট মোঃ অহিদ আলীকে সমিতির পক্ষ থেকে গোল্ডমেডেল পরিয়ে দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরী, এডভোকেট সামছুল ইসলাম চৌধুরী ও এডভোকেট মোঃ অহিদ আলীকে সমিতির মেম্বার্স বেনিভলেন্ট ফান্ডের মঞ্জুরীর ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে প্রত্যেকের হাতে তুলে দেন সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ। সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীকে সমিতির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-১ এডভোকেট মোঃ শফি আহমদ এবং সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরীকে সিলেট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এবং সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ মখলিছুর রহমান, এডভোকেট সামছুল ইসলাম চৌধুরীকে সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা ও এডভোকেট মোঃ হেদায়েত হোসেন তানবীর ও এডভোকেট মোঃ অহিদ আলীকে সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ অহিদুর রহমান চৌধুরী ও সহ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ। সুবর্ণজয়ন্তী পালনকারী চারজন বিজ্ঞ সদস্য সর্বজনাব এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরী, এডভোকেট সামছুল ইসলাম চৌধুরী ও এডভোকেট মোঃ অহিদ আলীসহ অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে কেক কাটেন। প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব খিজির আহমেদ চৌধুরীকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ। বিশেষ অতিথি সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদারকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার। বিশেষ অতিথি সিলেটের মাননীয় মহানগর দায়রা জজ মোঃ মফিজুর রহমান ভ‚ঞাকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরী। সংবর্ধিত অতিথিগণের পরিবারের পক্ষ হইতে বক্তব্য প্রদান করেন এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরীর জ্যেষ্ঠ্য কন্যা খুর্শেদাজামান চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী।

জুনিয়র সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট জনাব মোঃ গোলাম রাজ্জাক চৌধুরী জুবের। এডভোকেট সামছুল ইসলাম চৌধুরীপুত্র অলি আহাদ চৌধুরী, ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের উচ্চপদে কর্মরত। সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বাবু অশোক পুরকায়স্থ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম শাহীন, সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, সিলেটের বিজ্ঞ জি.পি. এডভোকেট খাদেমুল মিল্লাত মোঃ জালাল, সিলেটের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সংবর্ধিত অতিথি বক্তব্য রাখেন বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরী, বিজ্ঞ সিনিয়র এডভোকেট সামছুল ইসলাম চৌধুরী ও বিজ্ঞ সিনিয়র এডভোকেট মোঃ অহিদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের মাননীয় মহানগর দায়রা জজ মোঃ মফিজুর রহমান ভ‚ঞা, সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা সভাপতির বক্তব্যে উপস্থিত বিজ্ঞ সদস্যবৃন্দকে সুন্দরভাবে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানান এবং প্রধান অতিথি মহোদয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সময় প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *