নিউজ ডেস্ক:: সিলেটের কানাইঘাটে পুলিশের অভিযানে বিআরটিএ এর অনুমোদনহীন ও রেজিষ্ট্রেশন নাম্বার, রোড পারমিট, ইন্স্যুরেন্স না থাকায় ২২টি গাড়ি আটক করা হয়েছে। সিলেটের পুলিশ সুপারের মোঃ মনিরুজ্জামানের নির্দেশনা মোতাবেক অবৈধ যান্ত্রিক চালিত গাড়ী আটক ও মামলা সংক্রান্ত গতকাল মঙ্গলবার কানাইঘাট পৌরসভার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
এ বিশেষ অভিযানে সিলেটের ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর তপন তালুকদারের নেতৃত্বে কানাইঘাটের ট্রাফিক সার্জেন্ট উজ্জ্বল রায়, থানার এসআই বশির আহমদ, এটিএসআই দিপকংর পাল, আবু কাউছার সহ একদল পুলিশ অংশ গ্রহণ করেন।
তবে এ সময় তারা বিআরটিএ’র অনুমোদনহীন যান্ত্রিক চালিত অট্রোরিক্সা (সিএনজি) ১৬টি, ট্রলি ২টি, ব্যাটারী চালিত রিক্সা ৪টি আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর তপন তালুকদার জানান, সরাসরি সিলেটের পুলিশ সুপারের নির্দেশে অবৈধ যানবাহনের উপর উপজেলায় পর্যায়ে অভিযান শুরু হয়েছে, এরই ধারাবাহিকতায় তারা অনুমোদন বিহীন গাড়িগুলো আটক করে মামলা দিয়েছেন।