স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিউজ ডেস্ক:: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৭ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, রতনা আমিন হাওলাদার ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

জাতীয় শ্রমিক পার্টি বগুড়া জেলা শাখার কমিটি গঠন : হাজী মো. আছির উদ্দিন কবিরাজকে আহ্বায়ক এবং শহিদুল আলম শহিদকে সদস্য সচিব করে বগুড়া জেলা জাতীয় শ্রমিক পার্টির ৩০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি একেএম আসরাফুজ্জামান খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্তর সুপারিশক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *